
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ এ বছরের বিজিবিএসে সৌরভ বলেছিলেন খুব শীঘ্রই শিল্প কারখানা খুলতে চলেছেন বাংলায়।এদিন কলকাতায় একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,কারখানা ওত সহজ নয়। সবাইভাবে ২ মাসে হয়ে যাবে। ১৮-২০ মাস সময় লাগবে। একটা কর্মসংস্থান হবে। আমাদের সংস্থা আসানসোল, পাটনায় হয়েছে। সেখানেও অনেক লোক কাজ করছে। শালবনিতেও খোলার জন্য কথা বার্তা চলছে ।খুব শীঘ্রই তাঁর কাজও শুরু হবে।’
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ভারত -পাকিস্তান ম্যাচ। সে বিষয়ে সৌরভ বলেন ‘ভারত অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ নয়। দুবাইয়ের উইকেটে বেশি রান উঠবে না। ভারত সবসময় খুব ভালো দল। আমি বলব শুধু পাকিস্তান ম্যাচ নয় ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অন্যতম দাবিদার।”
অন্যদিকে বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের গাড়ি। তা নিয়ে সৌরভ বলেন, “গাড়িটা আমার বন্ধুর গাড়ি ছিল। বড় কিছু হয়নি। ঠিক আছি। লরি এসে চেপে দিয়েছিল। পুলিশের পাইলট কার আমাদের আগে ছিল। পিছনে কনভয় ছিল। লরি আমাদের কাছে এসে চেপে দেওয়ায়, আমার চালক নিয়ন্ত্রণে আনতে হঠাৎ ব্রেক কষে। কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে। সবকিছু ঠিক আছে।