
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আর কবে রান পাবে বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ ফর্মের কারণে বোর্ড কর্তাদের চাপে কার্যত ১৩ বছর পরে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে নামলেন বিরাট। বিরাটকে দেখতে ম্যাচের প্রথমদিন থেকেই উন্মাদনা চোখে পড়ার মতো। যশ ধুল ৬৯ বলে ৩২ রান করে আউট হওয়ার পরই ব্যাট হাতে নামেন কোহলি।
বিরাট কোহলি মাঠে এসে নিজের পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন। ১১তম ডেলিভারিতে আরও এক রান সংগ্রহ করেন বিরাট। ইনিংসের ২৭.৩ ওভারে রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে জোরালো স্ট্রেট-ড্রাইভ মারেন কোহলি এবং তিরের গতিতে সেই বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। তবে বেশীক্ষণ নিজের ছাপ ফেলতে পারেনি বিরাট। ১৫ বলে ৬ রান করে রেলওয়েজের হিমাংশু সাঙ্গয়ানের বলেই বোল্ড হন বিরাট। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের পারফরম্যান্স কেমন হবে প্রশ্ন থেকেই গেল তা নিয়ে।