
ওঙ্কার ডেস্কঃ দ্বিতীয় দিনের সকালে হাসপাতালের পথে বুমরা। প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়ের পর, দ্বিতীয় দিনের শুরুতে আশা জাগিয়েছিলেন বুমরার নেতৃত্বাধীন ভারতীয় বোলাররা। পিঠের চোটের জন্য সেই বুমরাকেই এদিন সকালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজম্যান্টে।এই টেস্ট সিরিজে সবচেয়ে ভয়ঙ্কর বোলিং পারফরম্যান্স ছিল তাঁর, যদি চোটের কারণে তিনি বসে যান তাহলে বাকি ভারতীয় বোলাররা ভারতকে জয় এনে দিতে পারবে নাকি তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। বুমরার অবর্তমানে দলের অধিনায়কত্ব সামলালেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
দ্বিতীয় দিনের শেষে, বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারলেন না ব্যাটাররা। যদিও মাঝে ঝড় তুললেন ঋষভ পন্থ। দিনশেষে ভারতের সংগ্রহে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। লিড রয়েছে ১৪৫ রানের। অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঋষভ পন্থের ৩৩ বলে বিধ্বংসী ৬১ রানের ইনিংস কিছুটা চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। তবুও সিডনিতে দ্বিতীয় দিনের শেষে ভারতকে চিন্তায় রাখল সেই ব্যাটিং।তৃতীয় দিনে ব্যাট হাতে নামবেন জাদেজা ও সুন্দর তাদের পরেই আছেন টেলেন্ডাররা তাই তাঁরা দুজনে কত রান জুড়তে পারেন, তাঁর উপরেই নির্ভর করছে সিডনিতে ভারতের ভবিষ্যৎ। কিন্তু ভাবাচ্ছে বুমরার চোট কারণ তাঁকে ছাড়া ভারতীয় বোলিং কতটা শক্তিশালী হবে সে বিষয়ে রয়েছে ঘোর আশঙ্কা।
উল্লেখ্য, প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। দিনের শেষ বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনেও সেই দাপট জারি রাখলেন বুমরা সহ অন্য ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তাঁরা থামিয়ে দেন মাত্র ১৮১ রানে। বুমরা, নীতীশ রেড্ডিরা পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দ্বিতীয় ইনিংসে ভালোই শুরু করেছিল ভারত। কিন্তু স্কট বোল্যান্ডের দাপটে কিছুক্ষনের মধ্যেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ভারতীয় ব্যাটিং। ৭৮ রানে ৪ উইকেট হয়ে যাওয়ার পর নামেন পন্থ। বারবার তার ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এদিন করলেন ৩৩ বলে ৬১ রান করে। তার ব্যাটে ভর দিয়েই কিছুটা স্বস্তি ফিরে পায় ভারতীয় ব্যাটিং লাইন আপ। এখন তৃতীয় দিনে জাদেজা-সুন্দর কেমন ব্যাটিং করে ও তারপর কতটা দাপটের সাথে ভারতীয় বোলাররা অস্ট্রেলীয় ইনিংসকে গুড়িয়ে দিতে পারে তার দিকেই নজর রয়েছে ক্রীড়ামহলের।