
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ কটকে রোহিত শর্মার শতরানে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত। কিন্তু বিতর্ক রয়ে গেল কটকের মাঠ নিয়ে। খেলার মাঝে হঠাৎ ই নিভে যায় আলো।যার জেরে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এই ঘটনার পরে গোটা বিশ্বর কাছে সম্মান নষ্ট হয় ওড়িশা ক্রিকেট এসোসিয়েশন ও বিসিসিআইয়ের। আর এই ঘটনার পরে ওড়িশার ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সূর্য ওড়িশা ক্রিকেট সংস্থার কাছে জবাব তলব করেছেন “কেন আলো নিভল আলো সেই বিষয়ে ওড়িশা ক্রিকেট সংস্থাকে জবাব দিতে হবে। যাতে কোনও সমস্যা না হয় তার সব রকম বন্দোবস্ত করা হয়েছিল। তার পরেও কেন এই ঘটনা ঘটল?”
ওড়িশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহরা বলেন,“প্রতিটা ফ্লাডলাইটের জন্য দুটো করে জেনারেটর ছিল। জেনারেটর খারাপ হয়ে যাওয়ায় একটা স্তম্ভের আলো নিভে গিয়েছিল। পরের জেনারেটর আনতে গিয়ে সময় লেগেছিল। যে পথ দিয়ে বিকল্প জেনারেটরটি আনা হচ্ছিল সেখানে ক্রিকেটারদের বাস ছিল, ফলে তার জন্য একটু সময় লাগে।