
স্পোর্টস ডেস্ক : ম্যাচে টিকিটের দাম কমাল নাইট কর্তৃপক্ষ। মূলত আইপিএলের উদ্বোধনী ম্যাচে আর আগামী ৩ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যে টিকিটের দাম করা হয় সেটা অত্যাধিক বেশি। আর সেই নিয়ে সমালোচনা হয়। সিএবি কেকেআর কর্তৃপক্ষকে টিকিটের দাম কমাতে অনুরোধ করে। আর সিএবির আর্জিতে টিকিটের দাম কমাল কেকেআর।বদল হচ্ছে ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ থেকে। রামনবমীর জন্য ল খন উ ম্যাচের সূচি বদলেছে। ৮ তারিখ ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ দেখতে আর অত্যাধিক দাম দিয়ে টিকিট কাটতে হবে না সমর্থকদের। টিকিটের ন্যুনতম দাম থাকল ৯০০ টাকাই থাকছে। তবে এরপর রয়েছে ১২০০, ১৫০০, ১৮০০ টাকার দামের টিকিট। আগে ৯০০ টাকার পরেই ২০০ টাকার টিকিট ছিল তারপরে ৩৫০০।ক্লাব হাউস আপার টিয়ার টিকিটের দাম ৬ হাজার টাকা। লোয়ার টিয়ারের টিকিটের দাম ১০ হাজার টাকা। এল ব্লকের প্রিমিয়াম টিকিটের দাম ৮ হাজার টাকা। বি ব্লকের প্রিমিয়াম টিকিটের দাম ১২ হাজার টাকা। আপাতত লখন উ ম্যাচে হলেও বাকি সব ইডেন ম্যাচে টিকিটের এই দামই থাকবে। লখনউ ম্যাচ আগামী মঙ্গলবার দুপুর ৩. ৩০ মিনিটে হবে। আর সিবি আর সানরাইজার্স ম্যাচে টিকিটের দাম— ৯০০ টাকা ২০০০ টাকা ৩৫০০ টাকা (F, G, H, J, B1, C1, K1, L1, D1 Block) ৫০০০ টাকা (B, C, K, L, D, E Block) ৬০০০টাকা (Club House Upper Tier) ১০০০০ টাকা ( L BLOCK premium & Club house Lower Tier) ১৫০০০ টাকা ( B Block Premium)
টিকিটের নতুন দাম—
৯০০ টাকা ১২০০ টাকা (B1, C1, K1, L1, D1 Block) ১৫০০ টাকা (D, E, F, G, H, J Block) ১৮০০ টাকা (K, C Block) ৬০০০ টাকা ( Club House upper Tier) ৮০০০ টাকা ( L premium Block) ১০০০০ টাকা ( Club house Lower Tier) ১২০০০ টাকা ( B Premium Block