
ওঙ্কার ডেস্কঃ ১১ই জানুয়ারী ডার্বির আগে বিদেশী সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল, সেই প্রসঙ্গে রবিবার সাংবাদিক বৈঠকে আশার কথা শোনালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজেন। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল চোট পেয়ে পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো চোট পেলেও তা সারিয়ে চলতি মাসেই ফিরতে চলেছেন বলে জানান ইস্টবেঙ্গল কোচ। আপাতত দুই বিদেশী সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা — এই চার জন ছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোনের হাতে আর কোনও বিদেশী ফুটবলার নেই। তাই স্প্যানিশ মিডফিল্ডার ফিরে আসার খবরে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল দল ও সমর্থকরা।
এই প্রসঙ্গে রবিবার ইস্টবেঙ্গল কোচ বলেন, “মাদি তালালকে আর এই মরশুমে পাওয়া যাবে না। তার পরিবর্তে আর একজন বিদেশীকে ফুটবলারকে নিচ্ছি আমরা, যার নাম ঘোষণা করা হবে ডার্বির আগেই। ঘোষণা করবে ক্লাব”। সল ক্রেসপোকে নিয়ে তিনি জানান, “ওর ভিসা সমস্যা মিটলে আশা করি, ডার্বির আগেই চলে আসবে সল। আসলে স্পেনে বড়দিনের লম্বা ছুটি থাকায় ভিসার কাগজপত্র তৈরি হতে একটু সময় লাগছে। সেই জন্যই ওর আসতে একটু দেরি হচ্ছে। আশা করি, আগামী সপ্তাহেই চলে আসবে সল”।
কলকাতা ডার্বির কথা মাথায় রেখেই ক্লাব তড়িঘড়ি বিদেশীদের আনার ব্যবস্থা করলেও সেই ম্যাচ নিয়ে আপাতত মাথা ঘামাতে চাননা ইস্টবেঙ্গল কোচ। কারণ, তার আগে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আর ম্যাচ খেলতে হবে তাদের। যদিও তাদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে তিন গোলে হারে মুম্বই। তবুও মুম্বই একটি যথেষ্ট শক্তিশালী দল। এই নিয়ে কোচ ব্রুজেন জানান, “মুম্বই সিটি এফসি লিগের অন্যতম সেরা দল। যথেষ্ট শক্তিশালী দল। ওরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলে। মাঠের মধ্যে দিয়ে যত না আক্রমণ তৈরি করে, দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে তার চেয়ে বেশি আক্রমণ করে। তবে ওদের কোথায় কোথায় শক্তি ও দুর্বলতা, তা আমরা জানি। সেই অনুযায়ীই পরিকল্পনা তৈরি করব, যা মাঠে কার্যকর করতে হবে আমাদের ফুটবলারদের”।
মুম্বইকে হারানোর পর তাদের প্রধান উদ্দেশ্য থাকবে কলকাতা ডার্বি জয়।শুধুমাত্র প্রধান প্রতিপক্ষকে হারানোই তাদের লক্ষ্য নয়, লক্ষ্য ৬ নং পজিশনে এসে লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকা।তার আগে যাতে স্প্যানিশ মিডফিল্ডার ফিরে আসে সেদিকেই এখন তাকিয়ে আছে ইস্টবেঙ্গল কমিটি।