
ওঙ্কার ডেস্কঃ ১১ই জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে দুই যুযুধান প্রতিপক্ষ মোহনবাগান-ইস্টবেঙ্গল।তার আগে কলকাতা ময়দানে দুই প্রধানের কর্তাদের বাকযুদ্ধকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বুধবার ভবানীপুর ক্লাব সম্বর্ধনা দেয় সন্তোষজয়ী বাংলা দলের খেলোয়াড়দের। সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের কর্তা টুটু বসু। সেখানে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘সূর্য ঢলছে, ইস্টবেঙ্গল ও ঢলছে’। এছাড়াও তিনি বলেন, ডার্বি সবসময় ৫০/৫০ থাকে, কিন্তু ইস্টবেঙ্গল এবং নিতু সরকার এখন বেশী রেফারির ভুল ধরতে ব্যাস্ত’।
টুটু বসুর এই মন্তব্যের পরই তার দিকে পাল্টা তোপ ছুড়ে দেন ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার।তিনি বলেন, ‘মোহনবাগান বলে কোন দল এখন আর আছে বলে মনে হয় না’, তিনি আরও বলেন আমরা কোনও ৫-৬ বছরের দলের কাছে আত্মসমর্পণ করিনি’, আর টুটু বসু অনেক ভুল কথা বলেন সেই বিষয়ে বেশী কিছু বলতে চাইনা’।
পরিসংখ্যানের নিরিখে, আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে আছে মোহনবাগান। ডার্বির আগে অনেক বেশী ফিট মোহনবাগান দলও, অন্যদিকে চোট ও বিদেশী সমস্যা নিয়ে জর্জরিত ইস্টবেঙ্গল।তার মধ্যে দুই দলের কর্তাদের এই কথার লড়াই আরও বাড়াচ্ছে ম্যাচ পূর্ববর্তী উত্তেজনা, এই উত্তেজনা এখন ম্যাচে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়।