
স্পোর্টস ডেস্ক : সৌরভের দিল্লিকে হারিয়ে মহিলা আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক থাকার সময় যেমন চ্যাম্পিয়ন্স লাক সৌরভের ছিল না এবারেও তাই। দিল্লি দলের অন্যতম ক্রিকেট ডিরেক্টর সৌরভ। এই নিয়ে ৩ টি ফাইনাল হারল দিল্লি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই করেছিল ৭ উইকেটে ১৪৯ রান। জবাবে রান তাড়া করতে নেমে কখনই সুবিধা করতে পারেনি মেগ লানিংয়ের নেতৃত্বে খেলা দিল্লি। মাত্র ৬৬ রানের মধ্যে অর্ধেক ইনিংস হেরে ফাইনালে রান তাড়া করতে নেমে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল দেশের রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে শেষের দিকে মারিজানি কাপ (২৬ বলে ৪০) ও নিকি প্রসাদ একটা চেষ্টা করেছিলেন। শেষ ওভারে জিততে হলে দিল্লিকে ১৪ রান করতে হত, হাতে ছিল একটি মাত্র উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় দিল্লি। প্রথম WPL-র পর তৃতীয় WPL-এ খেতাব জিতল মুম্বই।