
ওঙ্কার ডেস্ক- ভারত শেষবার ওয়ান ডে ফরম্যাট খেলেছে গত বছর অগাস্ট মাসে শ্রীলঙ্কাতে। সেখানে জিততে পারেনি টিম ইন্ডিয়া । তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তারা ঘুরে দাঁড়াবে ? প্রশ্ন এটাই। এর মধ্যে বিরাট কোহলি আর রোহিত শর্মার অফ ফর্মও চিন্তা রাখছে ভারতকে। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে কারা ফেভারিট তা নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০২ সালে সৌরভের নেতৃত্বে ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এদিন সৌরভ বললেন, সাদা বলের ক্রিকেটে ভারতই সেরা। বিরাট কোহলি আর রোহিত শর্মার অফ ফর্ম লাল বলের ক্রিকেটে সেটা সাদা বলের ক্রিকেটে কোনো ফ্যাক্টর হবে না।
তাঁর ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য শক্তিশালী দলগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। উপমহাদেশে এই টুর্নামেন্ট হচ্ছে তার উপর ঘরের মাঠে খেলবে পাকিস্তান। ফলে তাদেরও তালিকার বাইরে রাখা যাবে না।
এদিকে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ভারতীয় বোলিংয়ের মূল স্তম্ভ জসপ্রীত বুমরাহ। সৌরভ বলছেন, বুমরাহের মতো বোলার যে কোনও টুর্নামেন্টে না খেললেই সমস্যার হতে পারে। আশা করছি বুমরাহ দ্রুত ফিট হয়ে উঠবে আর ভারতকে ম্যাচ জেতাবে।