
স্পোর্টস ডেস্ক :আইপিএলে এবারও রীতি মেনে একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি সূত্রে খবর, বিকেলের ম্যাচেই এই জার্সিতে দেখা যাবে বিরাট কোহলিদের।
এবারের আইপিএলে আরসিবির দুটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়। ১৩ এপ্রিল রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এরপর ২০ এপ্রিল রবিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
শনিবারই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে অষ্টাদশ আইপিএল অভিযান শুরু করেছে আরসিবি। গত বছর ইডেনে সবুজ জার্সি পরে খেলতে নামা আরসিবিকে ১ রানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই কেকেআরকে হারানোর পর কলকাতাতেই এবার উন্মোচিত হলো আরসিবির সবুজ জার্সি।
যদিও এই অনুষ্ঠানে তাল কাটল আয়োজকদের জন্যই। সাংবাদিকদের জানানো হয়েছিল, আরসিবির সবুজ জার্সি জনসমক্ষে আনবেন বিরাট কোহলি, রজত পাটীদাররা। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল আরসিবির অন্যতম স্পনসর কেইআই। আরসিবির জার্সির পিছন দিকে এই সংস্থার লোগো থাকে।
কিন্তু বিকেলে যখন ওই সংস্থার কর্তারা বিরাট, পাটীদার ও দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে হাজির হলেন তখন ক্রিকেটারদের হাতে দেখা গেল আরসিবির লাল জার্সিই। পরে ওই সংস্থার কর্তারা সবুজ জার্সি দেখালেও ক্রিকেটারদের হাতে তা শোভা পায়নি। ক্রিকেটারদের ওই জার্সি পরিহিত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে আনা হয়নি।
যদিও সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরই দেখা যায় ক্রিকেটাররা সবুজ জার্সি পরে ফোটোশ্যুটে ব্যস্ত। তার অনেক আগে থেকেই স্পনসরদের নানাবিধ শ্যুটে ব্যস্ত ছিলেন বিরাট কোহলিরা। তবে এদিনের ছোট অনুষ্ঠানেও বিরাট যে কতটা নীতি মেনে চলেন তা দেখা গেল।
আরসিবির অধিনায়ক হয়েছেন রজত পাটীদার। চিত্র সাংবাদিকরা বিরাটকে অনুরোধ করছিলেন মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। কিন্তু বিরাট ইশারায় বোঝান তিনি তা করবেন না। পাটীদার দাঁড়ান মাঝে, দু-পাশে বিরাট ও দেবদত্ত।
পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা দিতেই আরসিবি আইপিএলের ১টি করে ম্যাচ খেলে সবুজ রঙের জার্সি পরে। তবে ঠিক কোন ম্যাচে এবার তারা সবুজ জার্সিতে মাঠে নামবে তা জানানো হয়নি। সন্ধ্যায় স্পনসরদের অনুষ্ঠানে আরসিবির ছয় তারকাকে দেখা গেল সবুজ রঙের জার্সি পরিহিত অবস্থায়।
সান্ধ্যকালীন অনুষ্ঠানে সবুজ জার্সিতে মিনিট দশেকের জন্য হাজির হন বিরাট, পাটীদার, পাড়িক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা ও ক্রুণাল পাণ্ডিয়া। আরসিবির পরের ম্যাচ শুক্রবার, ২৮ মার্চ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
শনিবার দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর রবিবার সারাদিন কলকাতাতেই কাটাল আরসিবি। বিরাটরা ব্যস্ত ছিলেন স্পনসরদের অনুষ্ঠানে। তবে আরসিবি আইপিএলে সবুজ জার্সি পরে বেশিরভাগ ম্যাচেই হেরেছে। একবারও আইপিএল খেতাব না জেতা আরসিবির এবার সবুজ জার্সির ম্যাচে ফলের ভাগ্য বদলাবে কিনা তা বলবে সময়।
২০১১ সাল থেকে আইপিএলে একটি করে ম্যাচ আরসিবি খেলে আসছে সবুজ জার্সি পরে। শুধু ২০২১ সালে তারা নেমেছিল নীল জার্সিতে। গো গ্রিন ম্যাচে আরসিবির ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। ১৪ বারের মধ্যে জিতেছে মাত্র চারবার।