
ওয়েব ডেস্ক: ভারতের নতুন স্বপ্ন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাত ধরে ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে রোহিত, বিরাট, জাদেজাদের অবসরের পরে কতদূর তৈরি নতুন ভারত?
২০২৬ সালে টি ২০ বিশ্বকাপ। আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। যদিও ভারত নিজেদের মাঠেই খেলবে। তার আগে ক্রিকেটের নন্দনকানন ইডেনে নতুন ভারতের যাত্রা শুরু। ভারতের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল এদিন ইডেনে সাংবাদিক সম্মেলন করে বলেন, নতুন টিম তৈরি হচ্ছে। টিমের সঙ্গে একদিন অনুশীলন করেছি। লিডারশিপ গ্রুপে উঠেছি। লিডারশিপ গ্রুপে ওঠার পরে ছোটখাটো অনেক বিষয় নিয়ে ভাবনাচিন্তা, আলোচনা করতে হয়। কোন পরিস্থিতিতে কেমন খেলবে টিম, সূর্য কুমার যাদবের সঙ্গে সেইসব বিষয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, ‘যত বেশি সংখ্যক ম্যাচ খেলব, ততই নিজেদের তুলে ধরতে পারব। টি-২০ বিশ্বকাপ একবছর পরই। এজন্যে পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। আগের বিশ্বকাপে জয়ও মাথায় থাকবে। তবে ওনিয়ে বসে থাকলে হবে না। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পরে চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার মহম্মদ শামি। শামি প্রসঙ্গে অক্ষর বলেন, ‘এর আগে শামির বোলিং আমরা বিজয় হাজারেতে আর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখেছি। ওঁর মতো সিনিয়র ক্রিকেটার টিমে এলে সেক্ষেত্রে টিম আরও শক্তিশালী হবে। আশা করছি, বিশ্বকাপের সময় শামি যেমন পারফরম্যান্স করেছেন তেমনই করবেন।’