
স্পোর্টস ডেস্ক : কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে ব্যাট হাতে ০ করলেও লো স্কোরিং ম্যাচে তার দল পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারালো ১৬ রানে।মোল্লারপুরে প্রথমে ব্যাট করে ১১১ তোলে পঞ্জাব। জবাবে । ৭ রানে পাঁচ উইকেট। ৪ উইকেটে ৭২ রান থেকে ৮ উইকেটে ৭৯। শেষমেষ ৯৫ রানে অলআউট নাইট রাইডার্স। যুজ বেন্দ্র চা হাল একাই নেন ৪ উইকেট, জেতা ম্যাচে নাইটদের হারে অধিনায়ক আজিঙ্কা রাহানের দিকে অভিযোগ উঠছে। চাহালের বলে আউট হন রাহানে। সেই বল অফ স্ট্যাম্পের বাইরে ছিল। কিন্তু তাসত্ত্বেও রিভিউ নেননি রাহানে। আর সেই সময়ে রাহানে আর রঘুবংশী র পার্টনারশীপ জমে গেছিল।রাহানে বলেন, ‘আমি হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি। আমি ভুল শট খেলেছি। সেখান থেকেই পতনের শুরু। আমি সুযোগ নিতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম না। এই দায় আমার।আমার থেকেই বিপর্যয়ের শুরু হয়েছিল। ভুল শট খেলেছিলাম। হারের দায়টা পুরোপুরি আমার। পিচ হয়তো সহজ ছিল না, তবে রানটা চেজ করার মতোই ছিল। ব্যাটিং বিভাগ হিসেবে খুব খারাপ পারফর্ম করেছি। বোলাররা নিজেদের কাজটা করেছিল। আশা করছি পরের ম্যাচ থেকে দল এই হার থেকে শিক্ষা নেবে।’