
স্পোর্টস ডেস্ক :–শনিবার ইডেনে আইপিএলের লড়াই উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান থেকে শুরু করে বলিউড তারকাদের ককটেল থাকছে তবে ২২ গজের লড়াইয়ে আকর্ষণ আরসিবি বনাম কেকেআর থেকে বিরাট বনাম কেকেআর লড়াই।এদিকে ম্যাচ ভেস্তে দিতে পারে বৃষ্টি। যদি ও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বললেন, বৃষ্টি শেষ হলে ৪০ মিনিটে খেলা শুরু হবে।এদিকে গতবার নাইটদের প্লে অফে তোলার অন্যতম কারিগর ফিল সল্ট এবারে আরসিবিতে। তার কাছেও এটা বদলার লড়াই। এদিন বিরাট অনুশীলনে ঢোকার সময়ে গর্জন। বিরাট খুঁদে শিশু কে অটোগ্রাফও দিলেন। কেকেআর তথা ভারতের রহস্য ময় স্পিনার বরুণ চক্রবর্তী কীভাবে থামাবেন কোহলি কে! বরুণ সাংবাদিক সম্মেলনে বললেন, এভাবে আলাদা কোন পরিকল্পনা নেই। পুরো আরসিবি দলটা ভালো ওদের সবাইকে আউট করতে চাই। এবারেও আমাদের টার্গেট থাকবে ট্রফি জয়।আমার মূল লক্ষ্য হল ধারাবাহিকতা বজায় রাখা, যা আয়ত্ত করা সবচেয়ে কঠিন কাজ। আমি ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরিশ্রম করছি। গত কয়েক মরশুমে যে পারফরম্যান্স করেছিলাম তাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য আমার। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো করাই লক্ষ্য আমাদের।’ এছাড়া বরুণ বললেন,’এটাই আইপিএলের বিশেষত্ব। ট্রফি জিতলেও অনেক সময় নিলামে যেতে হয়। তবে আগের দলের ৯ জন এবারও আমাদের দলে আছে। আর কোচিং স্টাফে কিছু পরিবর্তন এলেও, যাঁরা এসেছেন তাঁরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।আইপিএলের প্রতিটা দলই শক্তিশালী। আমাকে পাওয়ারপ্লে, মাঝের ওভার বা ডেথ ওভার, যখনই ডাকা হোক, আমি প্রস্তুত। অধিনায়ক রাহানের সঙ্গে কথাও হয়েছে।’ এদিকে আরসিবি ব্যাটিং কোচ আন্ডি ফ্লাওয়ার বললেন, ব্যাটিং নিয়ে আমাদের আলাদা করে কিছু নেই বরাবরই শক্তিশালী। তবে বোলিং এবারেও আমাদের জন্য কার্যকরী ভূমিকা নেবে। বিশেষ করে গ্ল্যান ম্যাক্সওয়েলের মত স্পিনার।’