
স্পোর্টস ডেস্ক : পাকাপাকিভাবে মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা বেজে গেল। বৃহস্পতিবার দুপুরে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ বিচারপতি অসীম রায় কে সামনে রেখে পাঁচ সদস্যের এক নির্বাচন কমিটি গঠন করে দিলেন বাগান কর্তারা। এরপর এই কমিটি নির্বাচনের দিন থেকে শুরু করে নির্বাচনের পদ্ধতি সবই ঠিক করবেন। পরে বাগান সচিব দেবাশস দত্ত সাংবাদিকদের জানালেন, প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচনের তারিখ ঠিক করবে এই কমিটি। কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও আছেন অনুপ কুমার কুন্ডু। সবাই মোহনবাগান ক্লাবের সদস্য। মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত সবধরণের সিদ্ধান্ত এবার এই পাঁচ সদস্যের কমিটি নেবে।