
স্পোর্টস ডেস্ক : মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচের প্রথম সেমিফাইনালের বিতর্ক যেন কাটছেই না। মোহনবাগান সমর্থকদের জামশেদপুর মাঠে মারধর করে পুলিশ এমনকি মাথাও ফাটিয়ে দেওয়া হয়। জামশেদপুরের মাঠের নিরাপত্তা নিয়ে এফএসডিএলের কাছে অভিযোগ জানানোর কথা বলেছিল মোহনবাগান কর্তৃপক্ষ। এবারে তার আগেই মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে এফএসডিএল আর এআইএফএফএর কাছে নালিশ জানালো জামশেদপুর কর্তৃপক্ষ। অভিযোগে জানানো হয় মোহনবাগান সমর্থক মদ্যপ অবস্থায় মাঠে গেছিল। শুধু তাই নয় অশ্লীল অঙ্গভঙ্গি গালিগালাজ করেছিল, সেই কারণে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হয়।