
স্পোর্টস ডেস্ক : ২৫ রানে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দুর্দান্ত জয় দিল্লি ক্যাপিটালসের। এদিন ৭৭ রান কেএল রাহুলের, ৩৩ রান অভিষেক পোড়েলের। ৬ উইকেটে ১৮৩ রান তোলে দিল্লি। জবাবে ১৫৮ রানে আটকে গেল চেন্নাই। ৬৯ অপরাজিত বিজয় শঙ্কর, ৩০ রান ধোনির। ঋতুরাজ গায়েকর চোটের কারণে খেলতে না পারায় এদিন ক্যাপ্টেন্সি করেন ধোনি। একই সঙ্গে মাহির মা, বাবা ও এদিন ম্যাচ দেখতে আসেন। সেই সঙ্গে উঠছে ধোনির অবসর প্রসঙ্গ। যদিও চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বললেন, না। কোনও জল্পনা থামানোর দায়িত্ব আমার নয়। ওর অবসর নিয়ে আমার কোনও ধারণা নেই। এটুকু বলতে পারি, এখনও ধোনির সঙ্গে কাজ করতে ভালবাসি। দারুণ খেলছে। অবসর নিয়ে তো আজকাল ওকে কিছু জিজ্ঞাসাই করি না। আপনারাই সব সময় অবসর নিয়ে প্রশ্ন তোলেন।”