
স্পোর্টস ডেস্ক :রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। জামঠার ভিসিএ স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে লিড পাওয়ার সৌজন্যে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। প্রথমবার ফাইনালে উঠে ট্রফি জিততে পারল না কেরল। এক কদম দূরেই তাদের থামতে হল.প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪২ রানেই অল আউট হয়ে যায় কেরল। প্রথম ইনিংসে লিড পাওয়ায় খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় বিদর্ভ। কেরলের হয়ে শতরান হাতছাড়া করেন অধিনায়ক সচিন বেবি। তিনি ৯৮ রানে আউট হন। ৭৮ রান করেন অদিত্য সারওয়াটে।বিদর্ভের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন হর্ষ দুবে, দর্শন নালকান্ডে ও পার্থ রেখাড়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জমাট ব্যাটিং করতে শুরু করে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত চার উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছিল বিদর্ভ। ফলে পঞ্চম দিনের বাকিটা সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলেই খেতাব জয় নিশ্চিত ছিল। সেটাই করলেন বিদর্ভের ব্যাটাররা।রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা পেয়েছে বিদর্ভ। ২০২৩ সালের এপ্রিলে বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছিল। সেই দিক থেকেই এ বার ভারতসেরা হয়ে করুণ নায়াররা পেলেন ৫ কোটি প্রাইজ মানি। আর টুর্নামেন্টের রানার্স হয়ে কেরল পেল ৩ কোটি টাকা।