
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। এই নিয়ে অধিনায়ক রোহিত শর্মার হাতে উঠল দুটো আইসিসি ট্রফি। শোনা গিয়েছিল, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ক্রিকেট থেকে অবসর নেবেন হিটম্যান। তবে না। রোহিত স্পষ্ট জানালেন,’এখনও ক্রিকেট উপভোগ করছি। অবসর নেওয়ার প্রশ্নই নেই।’ গোটা টুর্নামেন্টে বড়ো রান না পেলেও ফাইনালে ৭৬ রান করে রোহিত বললেন, আমি ২০১৯ সালের বিশ্বকাপে প্রচুর রান করেছিলাম। কিন্তু ভালো লাগেনি। দল চ্যাম্পিয়ন হয়নি। যখন দল জেতে, আর তাতে নিজের অবদান থাকে, আলাদাই একটা তৃপ্তি হয়। আমি মনে মনে পরিষ্কার ছিলাম যে কেমন ব্যাটিং করব, আমি সেই চেষ্টাটাই করে গিয়েছি। আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। একটা অসাধারণ অনুভূতি। আমার কাছে এই জয় মোটেও সাধারণ নয়। দলের সকলে আমার সঙ্গে রয়েছে। ওডিআই বিশ্বকাপে হারার পর রাহুল ভাই সঙ্গে ছিল। এই জয়টাই চাইছিলাম। গৌতি ভাইকে পাশে পেয়েছি। এ নিয়ে কথা বলেছিলাম। ম্যানেজমেন্টও পাশে ছিল। আমি কিছু আলাদা করার চেষ্টা করেছিলাম। সেটার ফলই পেয়েছি। এখানে কয়েকবার খেলেছি। পিচ কেমন আচরণ করবে বুঝতে পেরছিলাম। আমি খুব স্পষ্ট ধারণা রেখেছিলাম। দলের পারফরম্যান্সে আমি খুশি। আমরা ডিপ ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হয়েছি। সমর্থকদের ধন্যবাদ দুবাইয়ে এসে আমাদের সমর্থন করার জন্য।’
ভিডিও দেখুন-