
স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের রাস্তা আগেই পাকা হয়ে গিয়েছিল। এবারে নিউজিল্যান্ডকেও ৪৪ রানে হারিয়ে গ্রূপ চ্যাম্পিয়ন ভারত। সেমিফাইনালে দুবাইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সহ বাকি দেশের অনেক ক্রিকেটার বলছেন ভারত যেহেতু পাকিস্তান যায়নি তাঁদের ট্রাভেল করতে হচ্ছে না শুধু দুবাইয়ে খেলায় ভারত বেশি সুবিধা পাচ্ছে। তবে সেই বক্তব্য খন্ডন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সৌরভ বললেন,’কীসের সুবিধা! পাকিস্তানের উইকেট আরও ভালো। ভারত আরও বেশি রান করতে পারত পাকিস্তানে গেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল চার স্পিনার নিয়ে খেলল। এই নিয়ে সৌরভ বলেন, এটা টিম কম্বিনেশনের উপর নির্ভর করে।’ ভারতের সহজ প্রতিপক্ষ কারা হতে পারে! সৌরভ বললেন,’অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাই শক্ত প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে ভারতকে এমন শক্ত প্রতিপক্ষদের হারাতে হবে।’