
স্পোর্টস ডেস্ক :এবারেও সুপার কাপ হবে ওড়িশার ভুবনেশ্বরে জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২১ এপ্রিল শুরু টুর্নামেন্ট। কবে শেষ যদিও জানা যায়নি।শোনা যাচ্ছে সব দলই তাঁদের সেরা দলই খেলাবে টুর্নামেন্টে আর নকআউট পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট।আইএসএলের ১৩টি এবং আই লিগের তিনটি ক্লাব খেলবে এই নকআউট টুর্নামেন্টে। ২০১৮ সালে শুরু হয় সুপার কাপ। সববারই আইএসএলের টিমই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালে সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। ২০১৯ সালে এই টুর্নামেন্ট জেতে এফসি গোয়া। কোভিডের জন্য মাঝে দু-বছর এই প্রতিযোগিতা হয়নি। ২০২৩ সালে ওড়িশা এফসি চ্যাম্পিয়ন হয়। গতবছর চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ১২ বছর পরে এই সুপার কাপের হাত ধরেই লাল হলুদের ট্রফির খরা কাটে। জমকালো সেলিব্রেশন হয় লাল হলুদ তাঁবুতে। এরপরই ইস্টবেঙ্গল এএফ চ্যাম্পিয়ন্স লিগ যোগ্যতা অর্জন পর্বতে খেলার সুযোগ পায়।এবছরও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলছে টিম লাল হলুদ।