
স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। আর গিল অধিনায়ক হওয়ার পরে তাকে শুভেচ্ছাতে ভরিয়ে দিচ্ছেন সকলে। এদিন শুভমনকে ইংল্যান্ড সফরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন হরভজন সিং। শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট কর্তা রাজীব শুক্লাও। তিনি লিখেছেন, ‘ভারতের নতুন ক্য়াপ্টেন হওয়ার শুভেচ্ছা। একজন প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ক্রিকেটার থেকে আজ দলের ক্য়াপ্টেন। ওর জার্নিটা মনে রাখার মতো। নতুন অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা।’
ধারাভাষ্যকার হর্ষ ভোগলে আবার লিখেছেন, ‘এটা প্রত্যাশিত ছিল। এটা হতই। এটা ভীষণ সম্মানের। শুভমন খুব ধীরস্থির। আশা করি ওর এই গুণটাই ভারতীয় টেস্ট ক্রিকেটের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’