
স্পোর্টস ডেস্ক : শনিবার ইডেনে আইপিএলে বড়ো লড়াই ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি বনাম ভারতের এই মুহূর্তে সেরা স্পিনার বরুণ চক্রবর্তীর। কতটা কঠিন হবে আরসিবির কোহলির কেকেআরের বরুণকে সামলানো। এদিন ইডেনে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এসে জানালেন,এইসব স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলি বহুদিন ধরে খেলেছেন। এবার কোন টিম গুলি আইপিএলে শক্তিশালী!এই প্রসঙ্গে মহারাজ বলেছেন, এটা অনেক বড় টুর্নামেন্ট শুরুতেই কোন একটি বা কয়েকটি দলকে ফেভারিট বলা কঠিন। এখন সবে শুরু ফলে বলা এখনই সম্ভব নয়।’