
স্পোর্টস ডেস্ক : ইডেন থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার সুপার জায়ান্ট দলের ম্যাচ সরছে না শুধু তারিখ বদলে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি ৬ এপ্রিলের পরিবর্তে ৮ এপ্রিল ইডেন গার্ডেন্সেই হবে। এই ম্যাচটি বিকেল ৩.৩০-এ হওয়ার কথা ছিল। ম্যাচের সময় অপরিবর্তিতই থাকছে। সি এ বি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত, জানিয়েছে বোর্ড। আই পিএলের উদ্বোধনী ম্যাচে স্নেহাশিস বোর্ড সচিবকে অনুরোধ করে। তবে ৬ তারিখ, রবিবার রাম নবমী আর ৮ তারিখ, মঙ্গলবার কাজের দিনে দুপুর ৩. ৩০ মিনিটে কতটা ভরবে ইডেন সন্দেহ থাকছে। যদিও কেকেআর-লখনউ ম্যাচের দিন বদলালেও এর জন্য আইপিএলের বাকি সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না, জানিয়ে দিয়েছে বোর্ড।