
স্পোর্টস ডেস্ক : ইডেনে কী নিজের শেষ ম্যাচ খেলে গেলেন মহেন্দ্র সিং ধোনি ! এদিন ধোনি আবেগে ভাসলো ইডেন গার্ডেন্স। যেন চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ইডেনে শস্য ক্ষেত। বয়স ৪৪। পরেরবার কি দেখা যাবে মাহিকে ! এদিন ধোনি বরাবরের মত ধোয়াশা রেখে দিলেন। চেন্নাই প্লে অফ থেকে ছিটকে গেলেও দলকে জিতিয়ে ম্যাচ শেষে ধোনি বললেন, ‘এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছ’ আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব। তবে খেলি বা না খেলি চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকব। এই দল আমার পরিবার। পরেরবার দলগঠনের দিকেও নজর দিতে হবে।’