
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : যাদবপুরে ফের একবার লাল রঙ গাঢ় করতে ঝাঁপিয়ে পড়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য. সোমবার চড়া রোদ মাথায় নিয়েই বারুইপুরের উত্তর ভাগ, বৃন্দা খালি পঞ্চায়েত চষে বেড়ালেন সৃজন। টোটোয় চেপে গ্রামে পাড়ায় পাড়ায় গেলেন বাম নেতা সৃজন। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও. তাঁদের অভাব-অভিযোগ শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সৃজন. এরপর সটান চলে গেলেন বাজারে. সেখানেও সারলেন জনসংযোগ. এদিন প্রচারের ফাঁকে সৃজন জানান, বাম কর্মী-সমর্থকরা ছাড়াও তাঁর প্রচারে পা মেলাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা. এরপরে কংগ্রেসের বড় নেতারা আসবে বলেও জানান তিনি