
ওঙ্কার ডেস্ক : যাদবপুরে দাগ কাটতে পারলেন না বামেদের সৃজন. বিপুল ভোটে জয়ী হলেন সায়নী ঘোষ. ‘মানুষের রায় মেনে নিচ্ছি’, হারের পর প্রতিক্রিয়া সৃজনের. তিনি আরও বলেন, ‘আশার আলো, দেশজুড়ে জোর ধাক্কা খেয়েছে বিজেপি. আমাদের কাজ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে কথা চালিয়ে যাওয়া, সেটাই করব.