
গোপাল শীল,সোনারপুর: রাতের অন্ধকারে সৃজন ভট্টাচার্য্যের দেয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। কোথাও আবার দেওয়াল মুছে তৃনমূল প্রার্থীর হয়ে দেয়াল লিখনের ও অভিযোগ উঠেছে। সম্পূর্ন রাজপুর -সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি। রাজ্যের শাসক দল তৃণমূল এইভাবে জোর করে দেওয়াল দখল করছে বলে অভিযোগ সিপিএমের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে বাম নেতা কৃষানু বিশ্বাস দাবি করেন জিততে পারবে না বুঝতে পেরেই তৃনমূল এইসব করছে।মানুষ নির্বাচনে এর জবাব দেবে।