
বাবলু প্রামাণিক, বারুইপুর : তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা ! কিন্তু, দুয়ারে লোকসভা নির্বাচন। তাই প্রচার তো চালাতেই হবে। সেই ছবিই দেখা গেল জয়নগরে। রোদের তেজ উপেক্ষা করেই বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের ঢোষা এলাকায় নির্বাচনী প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পায়ে হেঁটে ঘুরলেন পাড়া থেকে পাড়া। সঙ্গে রয়েছেন প্রচুর কর্মী-সমর্থক। একনাগারে প্রচারের মাঝে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন বাম নেতা। টিউবওয়েল থেকে জল নিয়ে মুখে-চোখে ছেটালেন, তারপর ফের হাঁটা লাগালেন। বেশ কিছুক্ষণ জনসংযোগ সেরে আবার দাঁড়ালেন একটু লেবু জল খেতে। এভাবেই এই গরমে শরীর চাঙ্গা রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন সৃজন।
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নে বাম প্রার্থী বলেন, ‘আমি পার্টটাইম পলিটিশিয়ান নই, প্যারাসুট প্রার্থী নই, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম, এসব করার প্রয়োজন আমার পড়বে না’