
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : হাতে আর সাতদিনও নেই. আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোটের মহারণ. চৈত্রের কাঠফাটা রোদ উপেক্ষা করেই প্রচার করছেন প্রার্থীরা. আর ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণ. শুক্রবার সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিএমকে তোপ দেগেছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেছিলেন,’ সিপিএম-এর জন্যই বিজেপির এত বাড়বাড়ন্ত’.
সৃজনও ছাড়ার বান্দা নয়. শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে সায়নীকে পাল্টা দিয়ে বলেন, ‘অর্জুন সিং, মুকুল রায়, বাবুল সুপ্রিয়দের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির যে কেউ যে কোনদিন তৃণমূলে চলে আসতে পারে’। দুই দলকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ‘গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা’।
উল্লেখ্য, শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন সৃজন। প্রচারে বেরিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুন সরকারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বাম নেতা