
নিজেস্ব প্রতিনিধিঃ ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। মঙ্গলবার মামলার শুনানি শেষে আপাতত চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি,চাকরিহারাদের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই।