
নিজস্ব সংবাদদাতা : বেতন বৈষ্যমের প্রতিবাদে এবার পথে নামল পার্শ্ব শিক্ষকরা। এই আন্দোলনের রূপরেখা জানাতে ১৭ এপ্রিল তাঁরা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। শিক্ষা মন্ত্রী ও শিক্ষা মন্ত্রকের অধীন গঠিত কমিটির প্রতি দিনের পর দিন তাঁদের আস্থা হারানোর কথা তুলে ধরেন।
সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পর অন্য এক পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক ৭, ৮ ও ৯ এপ্রিল স্কুল বয়কট করেন। তাঁদের কথায়, আমাদের সংগঠনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করেছেন। আগামী দিনেও কাজ করার অঙ্গীকার করেছেন। এই পরিস্থিতিতে অন্য আরও কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বলে ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল শিক্ষার স্বার্থে স্কুল সচল রাখার আবেদন রেখে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তাঁরা।
রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক কে এই চরম সংকটের সময়ে স্কুল গুলিকে সচল রাখার আবেদন জানিয়েছে সংগঠনটি। বাস্তব বিষয় হলো, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্য ও অন্যান্য সমস্যার স্বীকার। এই পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল রাজ্যের মুখ্য সচিবের কাছে তাঁদের দাবি দাওয়া নিয়ে লিখিত ভাবে একটি আবেদন জানান হবে। এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডাঃ আব্দুস সালাম শেখ, অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি পাঞ্চালি জানা প্রমুখ।