
অনুপ রায়, হাওড়াঃ প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এলাকার মানুষ ভাঙচুর করে প্রেমিকের বাড়ি ও দোকান। ঘটনা ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ার মুন্সীডাঙ্গায়। তদন্তে পুলিশ।
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী কে খুনের অভিযোগ। অভিযুক্ত প্রেমিকের বাড়ি ও ওষুধদের দোকান ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার মুন্সীডাঙ্গা সর্দার পাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও RAF। স্থানীয়দের অভিযোগ এলাকার বাসিন্দা নসীম সর্দারের মৃত্যু হয় ভুল ওষুধ খাওয়ার জন্য। অভিযোগ ওঠে নাশিমের স্ত্রী তার প্রেমিকের ওষুধের দোকান থেকে ইচ্ছে করেই ভুল ওষুধ কিনে খাইয়ে নাশিমকে খুন করেছে। এরপরেই এলাকার মানুষ ভাঙচুর করে মোর্শেলিম নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি ও দোকান।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আটক করা হয়েছে মৃতের স্ত্রীকে।