
প্রতিতী ঘোষ, দক্ষিন চব্বিশ পরগণা : আজ অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মরশুমেই দুই ছাত্রী এডমিট কার্ড ছাড়াই বসল মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। ঘটনাটি নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের, পরীক্ষার সময় এগিয়ে এলেও দুই ছাত্রী হাতে পেয়েছিল না এডমিট কার্ড। ওই দুই ছাত্রীর নাম স্নেহা দে ও সোনালী দাস। স্কুলের প্রধান শিক্ষিকা জানান,তিন জন ছাত্রীর মধ্যে এক জনের দুটি এডমিট কার্ড এসেছিল ,কিন্তু আর দুই জনের কার্ড ই আসে নি। মধ্যশিক্ষা পর্ষদে অভিযোগ ও পুনরায় আবেদন করার পরেও কোনও রকমের সাহায্য পায়নি স্কুল কতৃপক্ষ।
শেষে কোনও পথ না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন দুই ছাত্রীর অভিভাবকেরা এবং হাই কোর্টের নির্দেশেই সোমবার বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফিরলেন দুই ছাত্রী।