
স্পোর্টস ডেস্ক : এবারের রাজ্য বাজেটে ক্রীড়াবিদদের জন্য সুখর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্যের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলেই সরকারি চাকরি পাবেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা এবং বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পদক জিতলেই চাকরি পাওয়া যাবে। ক্রীড়াবিদরা সোনা, রুপো না ব্রোঞ্জ, কোন পদক জিতেছেন এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা কী, তার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। সর্বোচ্চ পদক হিসেবে পুলিশ বিভাগে ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য দফতরে চাকরি দেওয়া হবে। রাজ্য সরকারের এই ঘোষণায় ক্রীড়ামহলে খুশির রেশ। একসময় বিভিন্ন সরকারি দফতরের ফুটবল দলে বাংলার বহু ক্রীড়াবিদ চাকরি পেয়েছেন। কিন্তু গত ২ দশকে বাংলায় ক্রীড়াবিদদের চাকরি পাওয়ার সুযোগ কমে আসছিল। এবার রাজ্য সরকার সেই সুযোগ দিলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ক্রীড়াবিদরা উপকৃত হবেন।