
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
বুধবার এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ির এশিয়ান হাইওয়ে সড়ক। এমন চেজিং সিকোয়েন্স বলিউড অথবা সাউথের সিনেমাকেও টেক্কা দেবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু কি ঘটেছিল এদিন। সূত্রের খবর বুধবার ধূপগুড়ি থেকে গায়েরকাটা গামী এশিয়ান হাইওয়ে সড়কে বেআইনি বালি পাথর পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন বি এল আরও সহ রেভিনিউ আধিকারিকরা। সেই সময় পাথর বোঝাই একটি পিকআপ ভ্যানকে দাঁড় করান হয় কাগজপত্র যাচাইয়ের জন্য। গাড়ির দরজা ধরে কাগজপত্র দেখছিলেন। সেই সময় বিপদ বুঝে পিকআপ ভ্যান চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। আর সেই সময় গাড়ির দরজা ধরে ঝুলছিলেন রেভিনিউ আধিকারি। বেশ কিছুক্ষণ পরে বামনিব্রিজ সংলগ্ন একটি গলির ভেতরে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মন্দিরে ।এবং সেখানেই আটকে যায় গাড়িটি। আর তখনই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক ও কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পরে আটক করা হয় পিকআপ ভ্যানটিকে।এই ঘটনায় রেভিনিউ অফিসার অরূপ পাঠকের ডানহাতে আঘাত লাগে। তবে প্রাথমিক চিকিৎসার ধূপগুড়ি মহাকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ