
দেবযানি লাহা ঘোষ, কলকাতা : হরর কমেডি ‘স্ত্রী’ তোলপাড় ফেলে দিয়েছিল বক্স অফিসে। সচরাচর এরম ছবি দেখা যায়না বলিউডে। ২০১৮-এর পর এবার ২০২৪। বড় পর্দায় আসতে চলেছে ‘স্ত্রী ২’. আগামী ১৫ অগাস্ট সারা দেশে মুক্তি পেতে চলেছে স্ত্রী ২। সোমবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন শ্রদ্ধা কপূর এবং রাজকুমার রাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানালেন, আগের বারের থেকেও বেশি উত্তেজনা তৈরি হতে চলেছে এই ছবিকে ঘিরে।
রাজকুমার বলেন, “আমরা আত্মবিশ্বাসী। ট্রেলার দেখেই বুঝতে পারছেন, দ্বিতীয় ছবিতে হাস্যরস দ্বিগুণ হতে চলেছে। দর্শক কোনও ভাবেই হতাশ হবে না।”
ছবির প্রচারে সিটি অফ জয় এসে চুটিয়ে মজা করলেন রাজকুমার ও শ্রদ্ধা। এবারও কি আগের মতোই সাফল্য আসবে বক্স অফিসে? তা বলবে সময়।