
ওঙ্কার ডেস্ক:বেশ কয়েকদিন ধরেই পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ। দেশ জুড়ে জারি করা হয়েছে কার্ফু। রাস্তাঘাট ও শুনশান, চলছে সেনা বাহিনীর নজরদারি। বাংলাদেশে চলা এই অশান্তির আবহাওয়াতে ঢাকা থেকে এসে পৌঁছল ভারতীয় এবং নেপালে থেকে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা। এই সমস্ত পড়ুয়ারা রবিবার বাংলাদেশের দিনাজপুর বর্ডার হয়ে দক্ষিণ দিনাজপুর ইমিগ্রেশন চেকপোস্টের এসে পৌঁছায়। তারা জানিয়েছেন এই রিজার্ভেশন কে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন চলছে তার জেরে তারা আতঙ্কিত হয়ে ওই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ভারতীয় এম্বেসী এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এই সমস্ত পড়ুয়ারা ভারতে পৌঁছান।। জানা গেছে এদিন ভারত-বাংলাদেশ এবং ভুটান মিলে মোট ৩০০ থেকে সাড়ে ৩০০ ডাক্তারি পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন।