
সুকান্ত চট্টোপাধ্যায়, বারাসাত:
আর জি কর হাসপাতালের পর অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়ে বিক্ষোভ অব্যাহত বারাসাত হাসপাতালেও। হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পর শনিবার সুহৃতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বারাসাতের নাগরিক সমাজ। গো ব্যাক সুহৃতা পাল লিখে নিয়ে এসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন । হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে তাদেরকে বাধা দিয়ে হাসপাতালের এমার্জেন্সির মুখ থেকে মুল গেট পর্যন্ত বার করে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি সুহৃতা পাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাকে কোন অবস্থাতেই বারাসাত মেডিকেল কলেজে কাজ করতে দেয়া যাবে না।অপরদিকে ওই এলাকার এক চিকিৎসক দাবি করেন , সুহৃতা পালের সময়ে ব্যাপক দুর্নীতি ও পরীক্ষায় গণ টোকাটুকি হয়েছে।
উল্লেখ্য বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে বুধবারই চিকিৎসক সুহৃতা পালের নাম ঘোষণা করেছে স্বাস্থ্য ভবন। তারপরে শুক্রবার সকালের দিকে বারাসত মেডিক্যাল কলেজে এসে নিজের দায়িত্ব বুঝে নেন চিকিৎসক সুহৃতা পাল। কিন্তু, বিকেল বেলায় তাঁর অপসারণ চেয়ে একদল পড়ুয়া প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়।
চলে গো-ব্যাক স্লোগানও। সেই ঘটনার পর বিক্ষোভে নামে বারাসাতের নাগরিক সমাজ।