
শুভম কর্মকার,বাঁকুড়া:তৃনমূলের জনসভা থেকে আগামী পাঁচ বছর মহিলাদের সুরক্ষিত থাকার জন্য বিজেপি প্রার্থী সৌমিত্রকে খাঁ কে ভোট না দেওয়ার আবেদন করলেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।তবে তৃনমূল নেত্রী তথা প্রাক্তন স্ত্রীর এই মন্তব্য কে গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র। প্রাক্তন স্বামী ও স্ত্রীর কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষনা না হলেও ,২০ টি আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষনা করেছে বিজেপি।বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সৌমিত্র খা ।আর তারপর থেকেই দেওয়াল লিখন ,পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেছেন সৌমিত্র।তবে এই বিজেপি প্রার্থীর ভাব মূর্তিতে কাদা ছুড়তে কোমর বেঁধে ময়দানে নেমেছেন প্রার্থীর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র মন্ডল কে আক্রমণ করে বলেন উনি একজন লম্পট চরিত্রহীন মাতাল ব্যক্তি। আপনাদের যদি মনে হয় আগামী পাঁচটা বছর ঘরের মা-বোনেদের সম্মান সুরক্ষিত রাখতে চান তাহলে ওই লম্পট চরিত্রহীন বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না।
এছাড়াও সৌমিত্র কে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানের সঙ্গে তুলনা করেন সুজাতা।তবে এই বিষয়ে সৌমিত্র খাঁকে প্রশ্ন করায় তিনি বিষয়টি নিয়ে উনি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন।এই বিষয়ে আমি কিছু বলতে চাইনা।সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন স্বামী ও স্ত্রীর মন্তব্য ও পাল্টা মন্তব্য কে ঘিরে জমজমাট বাঁকুড়ার ভোট ময়দান।