
শুভম কর্মকার,বাঁকুড়া:
“যে বুথে লিড পাবো সেই বুথে জান লড়িয়ে দেব। আর যে বুথে লিড পাবো না সেই বুথে আমি তো দুরস্থ, আমার দলের কোনো কর্মীকেই যেতে দেব না ” প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের এমন হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল। বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকি সুরে একথা বলতে শোনা যায় তাঁকে।
সুজাতার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা অমরনাথ শাখা বলেন তৃনমূল এখন ঠেলায় পড়েছে ,হারবে বুঝতে পেরেই এমন মন্তব্য করছেন সুজাতা।
উল্লেখ্য যে বুথে বেশি লিড সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ করা হবে গত সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে একটি কর্মীসভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডলকে।সুজাতার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।