
সুমন গঙ্গোপাধ্যায়ঃ শুধুমাত্র দিব্যাঙ্গদের জন্য কলকাতায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চায় রাজস্থান উদয়পুরের নারায়ন সেবা সংস্থান। শারীরিক ভাবে অক্ষম যুবক- যুবতী, যারা যোগ্য, তাঁরা বিভিন্ন কল সেন্টার বা বিপিওতে চাকরীর সুযোগ পান, সেই কথা মাথায় রেখে এই ধরনের অত্যাধুনিক ট্রেনিং সেন্টার খুলতে চায় তারা। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সংস্থার প্রধান পদ্মশ্রী প্রশান্ত আগরওয়াল এই কথা জানিয়েছেন। তিনি বলেন,” শুধুমাত্র দিব্যাঙ্গদের অঙ্গ প্রদান করে থেমে থাকলে হবে না, এই দিব্যাঙ্গ মানুষেরা যেন মাথা উচু করে সমাজে বেঁচে থাকতে পারেন তার ব্যবস্থা করতে চাই, আইটি সেক্টর ও বিপিও সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ্যতা সম্পন্নরা যাতে ভালো বেতনের চাকরীর সুযোগ পায়, সেই সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষন দেওয়ার কাজ করার জন্যে আধুনিক ট্রেনিং সেন্টার করতে চাইছি।” তবে
এই কাজের জমির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগীতাও চান তিনি। এমনকী এবার থেকে কৃত্রিম অঙ্গ’র জন্যে যেন আর রাজস্থান যেতে না হয় তার জন্যে কলকাতাতেই একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটও করতে চান তারা। প্রশান্ত আগারওয়াল বলেন,” এই রাজ্যের দিব্যাঙ্গরা যাতে নিজের কলকাতাতে বসে তাদের জন্যে প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ পেতে পারেন, তার জন্যও আমরা এখানে একটি এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট করার চেষ্টা করছি।” দিব্যাঙ্গদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষ। এই অনুষ্ঠানের এসে তিনি বলেন, ” বিভিন্ন কারণে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়া এই মানুষগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে যদি কোন প্রকল্প জমা দেন আর্থিকভাবে সেই সমস্ত গোষ্ঠীগুলি গুলোর পাশে দাঁড়াবে আমাদের কর্পোরেশন।” শনিবার এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের প্রথম দৃষ্টিহীন আইনজীবী কাঞ্চন গাবা এবং বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী মাসুম আখতার।