
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দলীয় কর্মসূচীতে যোগ দিতে আলিপুরদুয়ারে পৌঁছান। এবং শিলিগুড়ির একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন । তৃনমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন প্রবীনদেরকে রিটায়ার করিয়ে ভাতা দিতে। তাই প্রবীনরা বিদ্রোহ ঘোষনা করছে। পাশাপাশি তিনি রাহুল গান্ধীর ভারত জোরো যাত্রা প্রসঙ্গে বলেন, ওনার বুদ্ধি বাড়াও যাত্রা করা উচিত। এখনও উনি পলিটিক্যালি ম্যাচিউওর নন।
এছাড়াও কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের প্রসঙ্গে শাসকদলকে ব্যঙ্গ করে বলেন কালীঘাটের কাকুর ভোকাল কর্ড যে রাস্তার দিকে যাচ্ছে, সেখানে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। যে গুপ্তধন লোকানোর জন্য এতদিন চেষ্টা চলছিল।