
ওঙ্কার ডেস্ক:চোর পুলিশকে গালি দেবেই তৃণমূল চোর, সেই কারণে তৃণমূল ইডি সিবিআইকে গালি দিচ্ছে তৃনমূল নেতা ও মন্ত্রীদের লক্ষ্য করে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের। এছাড়াও রবিবার রাতে ব্যারাকপুরের দেব পুকুরে সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে এসে ব্রিগেডে সেলিমের তৃনমূল – বিজেপি আঁতাতের অভিযোগ প্রসঙ্গে সুকান্ত বলেন বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি তো ওরাই করে।এখানে ঝগড়া করে আবার দিল্লিতে গিয়ে ফিশ ফ্রাই খায়