
শঙ্কু কর্মকার, বালুরঘাট : লোকসভা ভোটের আগে জোরকদমে চলছে প্রচার। সংগঠন পোক্ত করতে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল। তেড়েফুঁড়ে মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। এই আবহে জোর ধাক্কা তৃণমূলে। উত্তরবঙ্গে বড়সড় ভাঙন ঘাসফুল শিবিরে। লোকসভা নির্বাচনের আগে মমতা বালা ঠাকুরের হাত ছেড়ে সুকান্ত মজুমদারের হাত ধরলো মতুয়ারা। শনিবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত প্রায় ১৫ জন মতুয়া নেতৃত্বদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির দাবি, উত্তরবঙ্গ থেকে মুছে যাবে তৃণমূলের মতুয়া সংগঠন।
এ বিষয় উত্তর দিনাজপুর জেলার মতুয়া সংগঠনের প্রাক্তন সভাপতি প্রশান্ত বিশ্বাস বলেন, তাঁদের দীর্ঘদিনের দাবি মেনে সিএএ আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
উল্লেখ্য, দেশজুড়ে সিএএ আইন কার্যকর হওয়ার পরই মতুয়া ভোট গেরুয়া শিবিরের ঝুলিতে যাবে বলেই দাবি করেছিল রাজনৈতিক মহলের একাংশ। লোকসভা ভোটের মুখে এই ধাক্কা কীভাবে সামলায় শাসকদল, এখন সেটাই দেখার।