
গোপাল শীল,ভাগবতপুর, দক্ষিণ ২৪ পরগনাঃ পেটের জ্বালা বড় জ্বালা। পেট জানেনা ভোট, পেট জানেনা প্রোটোকল। পেটের জ্বালায় বন বিভাগের নির্দেশ ও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় চলছে মাছ শিকার। এবার বনকর্মীদের জালে ১৪ টি মৎস্যজীবীদের নৌকা।
বন বিভাগের নির্দেশ ও নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় চলছে মাছ শিকার। গোপন সূত্রে খবর পেয়ে ভাগবতপুরের কোর এলাকায় বনকর্মীরা অভিযান চালান। নিষিদ্ধ জায়গায় থেকে আটক করা হয় ১৪টি মাছ ধরার নৌকা।
বন বিভাগ সূত্রে খবর জানা গিয়েছে, অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের পাথরপ্রতিমা থানা এলাকার ভাগবতপুর ফরেস্ট রেঞ্জের অধীন নিষিদ্ধ এলাকায় দীর্ঘ দিন ধরে চলছে অবৈধ মাছ শিকার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযান চালান বনকর্মীরা। ভাগবতপুরের কোর এলাকা থেকে ১৪টি মৎস্যজীবীদের নৌকাকে আটক করা হয় ।
মৎস্যজীবীদের দাবি, পঞ্চায়েত ভোট থাকার ফলে অনেক ছোট ছোট মৎস্যজীবী নৌকার কাগজপত্র ঠিক করতে পারেননি। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল ভোটের পরে কাগজপত্র দেওয়া হবে। নির্দেশ দেওয়া হয়েছিল এই সময় নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে না যাওয়ার জন্য। মৎস্যজীবীদের সরল দাবি, অভাবের টানে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছি।