
গোপাল শীল, সুন্দরবনঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জন্য লাল সতর্কতা সংকেত বহাল ছিল উপকূলবর্তী এলাকায়। পাশাপাশি সমুদ্রে নামতেও নিষেধাজ্ঞা জারি করেছিল আবহাওয়া দফতর। যেসকল ট্রলারগুলি সমুদ্রে ছিল, সেগুলোকেও উপকূলে ফিরে আসার জন্য লাগাতার মাইকিং করেছিল প্রশাসন। সেই মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছিল। কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় ৩টি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ফলে ওই ট্রলার গুলির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না।
গত মঙ্গলবার নিখোঁজ ৩টি ট্রলারের মধ্যে ২টি উপকূলে ফিরে আসে। কিন্তু তবুও নিখোঁজ ছিল এফ বি নিলকণ্ঠ ট্রলারটি। অবশেষে নিখোঁজের ৪ দিন পর উত্তাল সমুদ্র শান্ত হওয়ার পর ট্রলারের খোঁজ মিললো সুন্দরবনের চাঁদখালী ফরেস্ট ক্যাম্পের কাছে। চার দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালী জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় বনদপ্তরের আধিকারিকরা।
অন্য একটি মৎস্যজীবীর ট্রলারকে দিয়ে বুধবার সকালে মৎস্যজীবীদের উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশন তরফে জানানো হয়েছে।