
গোপাল শীল,সুন্দরবন:
ফের আর্থিক বিপর্যয়ের মুখে সুন্দরবনের মৎস জীবীরা।আবারো মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড় আসার সম্ভাবনা রয়েছে, এর ফলে সমুদ্র উত্তাল হওয়া সম্ভাবনা রয়েছে । আর তাই
আগামী ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো আবহাওয়া দপ্তর এবং মৎস্যদপ্তর। উল্লেখ্য সোমবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।আর তাই এতদিন ঘরে বসেই দিন কাটছিলো তাদের ।এর উপর নতুন করে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বড়সড় ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা। ব্যাপক আর্থিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।