
নিজস্ব প্রতিনিধি :টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ গর্বিত ভাবে টাইমস বিজনেস অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল ২০২৪-এর সপ্তম সংস্করণের আয়োজন করেছে, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের শীর্ষ এবং সবচেয়ে যোগ্য ব্র্যান্ডগুলিকে সম্মান করার লক্ষ্যে একটি উদ্যোগ। আজকে কলকাতার জে ডব্লিউ ম্যারিয়টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেতা-প্রযোজক ও উদ্যোক্তা শ্রী সুনীল শেঠি মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন মিস এলিজাবেথ লি, পাবলিক অ্যাফেয়ার্স অফিসার, ইউএস কনস্যুলেট, কলকাতা এবং পরিচালক, আমেরিকান কেন্দ্র ও টলিউড অভিনেত্রী শ্রীমতি সৌরসেনী মৈত্র ।
টাইমস বিজনেস অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল ২০২৪ হল টাইমস গ্রুপের একটি সম্মানীয় উদ্যোগ, যা বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন ব্র্যান্ডের দ্বারা সমাজে অবিচ্ছিন্ন উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ অবদানগুলিকে স্বীকৃতি দেওয়ার প্রতি তাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।
এই অনুষ্ঠানে শ্রী সুনীল শেট্টি এই উদ্যোগের জন্য তার প্রশংসা ব্যক্ত করেন, বলেন, “পশ্চিমবঙ্গে উদ্ভাবন এবং উৎকর্ষের নিরলস চেতনা উদযাপন করা এই অসাধারণ ইভেন্টের একটি অংশ হতে পারাটা সম্মানের বিষয়। টাইমস গ্রুপ সবসময়ই এখানে থাকে। অসামান্য কৃতিত্বের স্বীকৃতি ও সম্মানের ক্ষেত্রে অগ্রণী এবং টাইমস বিজনেস অ্যাওয়ার্ডস এর একটি নিখুঁত প্রতিফলন।”
মিস এলিজাবেথ লি তার ভাষণে,আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং ব্যবসায়িক উৎকর্ষতা প্রচারে টাইমস গ্রুপকে তাদের উদ্যোগের জন্য সাধুবাদ জানান।