
ওঙ্কার ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর দীর্ঘ নয় মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে চলেছেন। তাঁদেরকে নিয়ে আসার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। রবিবার সেই ক্রিউ ১০ মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দিয়েছে। এই আবহে নাসার তরফে সুনীতাদের ফেরার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। পাশাপাশি তাঁদের পৃথিবীতে অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানিয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।
রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে অবতরণ করবেন সুনীতারা। ভারতের সময় অনুযায়ী তা হবে বুধবার ভোর সাড়ে ৩টে। অবরতরণ গোটা প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে নাসা। সোমবার সকাল ৮টা ১৫ থেকেই সেই সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। সম্প্রচার দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সমাজমাধ্যমের পাতায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমবার সকাল ৮টা ১৫ নাগাদ সুনীতাদের ফেরার মহাকাশযানটির দরজা বন্ধ হবে। মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হবে অবতরণ।
উল্লেখ্য, সুনীতাদের পৃথিবীতে ফেরানো নিয়ে কম আকচাআকচি হয়নি। দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প সুনীতা ও বুচের মহাকাশে আটকে থাকার জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছিলেন। দুই নভশ্চরকে ফেরাতে ট্রাম্প ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছিলেন। সেই মতো সুনীতাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন তাঁরা।