
ওঙ্কার ডেস্ক: দীর্ঘ নয় মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। নাসার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর সুনীতা ও বুচকে ক্রিউ-১০ মহাকাশযান পৃথিবীতে ফিরিয়ে আনবে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনীতাদের দীর্ঘ কাল মহাকাশে আটকে থাকার জন্য বিগত প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, বাইডেন প্রশাসনের গাফিলতির কারণে সুনীতারা আটকে রয়েছেন মহাকাশে। এরপর তিনি নাসার দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ধনকুবের ইলন মাস্ককে দায়িত্ব দেন। সম্প্রতি নাসার তরফে জানানো হয়, সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান শুরু হবে তার নাম ক্রু ১০ মিশন। অন্যদিকে দীর্ঘ দিন মহাকাশে থাকার দরুণ সুনীতাদের দৈহিক পরিবর্তন ঘটেছে। পৃথিবীতে আসার আগে তাই তাঁদেরকে একাধিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। হার্ট, লিভার, পাকস্থলী-সহ দেহের একাধিক অঙ্গের কাজের ধরণে বদল আসে। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে মহাকাশের বিরাট তফাৎ রয়েছে।
সুনীতাদের ফিরিয়ে আনার মিশনের বিষয়ে নাসার আধিকারিক স্টিভ স্টিচ বলেছেন, ‘এই মিশন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।’ সুনীতাদের পৃথিবীতে ফিরে আসা মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।