
ওঙ্কার ডেস্ক: প্রায় নয় মাস ধরে মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদেরকে ফিরিয়ে আনতে নাসার তরফে চেষ্টা করা হচ্ছে। এবার এ বিষয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করলেন ইলন মাস্ক। বিগত বাইডেন প্রশাসনের জন্য সুনীতাদের মহাকাশে আটকে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এই ধনকুবের।
স্পেসএক্স এর প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনার জন্য আরেকটি ড্রাগন ক্যাপসুল উৎক্ষেপণের পরিকল্পনা ছিল। কিন্তু জো বাইডেন প্রশাসন তাতে অনুমতি দেয়নি।
এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছেন, ‘মহাকাশচারীদের মাত্র ৮ দিনের জন্য সেখানে থাকার কথা ছিল এবং এখন তারা ৮ মাস ধরে সেখানে রয়েছেন। স্পেসএক্স ৬ মাস আগে আরেকটি ড্রাগন পাঠিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে পারত, কিন্তু বাইডেনের হোয়াইট হাউস (নাসা নয়) অনুমতি দিতে অস্বীকার করেছে।’ তিনি আরও লিখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে নির্দেশ দিয়েছেন এবং তিনি তার জন্য কাজ করে চলেছেন।
কবে পৃথিবীতে ফিরবেন সুনীতারা?
সম্প্রতি সুনীতাদের নিয়ে ফেরার মহাকাশযান উৎক্ষেপণের তারিখ জানিয়েছিল নাসা। ১২ মার্চ ক্রিউ-১০ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে। তাতে করে মহাকাশে যাবেন আরও চার জন নভশ্চর। তাঁরা সেখানে পৌঁছলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস আর বুচ উইলমোর। যে চার জন সুনীতাদের জায়গায় দায়িত্ব নিতে যাবেন তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ।
ভিডিও দেখুন-